প্রতিবারই ভারত সফরে গিয়ে প্রতিবেশীকে সব উজাড় করে দিয়ে আসে আওয়ামী লীগ সরকার। কিন্তু এদেশের কোন সমস্যার সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধনে তিনি আরও বলেন, এবারের প্রধানমন্ত্রীর সফরে অন্তত তিস্তার পানির হিস্যা আদায় করা হোক।
খালেদা জিয়ার জামিন বিষয়ে বলেন, এটি তাঁর অধিকার। তিনি বাইরে থাকলে গণতন্ত্র ধ্বংস করার নীলনকশা বাস্তবায়ন সম্ভব নয় বলেই সরকারের কথায় তাকে জামিন দেয়া হচ্ছে না। আন্দোলনের মধ্য দিয়েই জনগণ তাঁকে মুক্ত করবে। এ সময় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান।