নেত্রকোণার কলমাকান্দায় মো. তরিকুল ইসলাম (১১) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে- থানা পুলিশ।
মো. তরিকুল ইসলাম উপজেলার কৈলাটি ইউনিয়নের হাপাঁনিয়া গ্রামের মো. খোকন মিয়া'র পুত্র। সে স্থানীয় কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও তরিকুলের ছোট চাচা মো. রুপ্তন জানান গত বুধবার ওই বাড়ীর তরিকুলের সদ্য জন্ম নেওয়া ছোট চাচতো বোন পারিবারিক একটি অনুষ্ঠান চলছিল। বিদ্যালয় থেকে ফিরে পারিবারিক সকলের সাথে আনন্দর শেষে মিষ্টিমুখ করে সকলের অজান্তে সন্ধার পূর্বক্ষণে নিজ বাড়ির ধন্যাকাঠে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রান্না ঘরে ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারে লোকজন। পরে পুলিশ খবর পেয়ে ওই রাতে ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশু তরিকুল মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শিশু তরিকুলের মরদেহ ময়না তদন্তের জন্য গত বৃহস্পতিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই প্রকৃত মৃত্যুর বিষয়টি জানা যাবে।