আকাশটা নীল, বাতাসে ভেসে বেড়াচ্ছে সাদা কাশফুল। ঘাসের উপর শিশির ভেজা শিউলি ফুলই মনে করিয়ে দেয় পূজা এসে গেছে। পূজা উপলক্ষে নিজের সমস্ত ভক্তদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় একটা বিশেষ ভিডিও পোস্ট করেছেন শ্রাবন্তী। সেখানে তিনি বলেছেন, পূজা এসে গেছে, সকলেই পূজার সাজে সেজে উঠতে শুরু করেছেন। আমিও সেজেগুজেই বসে রয়েছি। তোমরাও পূজার অনেক ছবি ফেসবুক, ইনস্টাগ্রাম, থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। আমিও দেখতে চাই সেগুলো। পূজোর গন্ধ এসে গেছে। সকলেই ঠাকুর দেখতে যাওয়া শুরু করে দিয়েছেন। আমিও একটা ঠাকুর দেখে চলে এসেছি। সকলকেই পূজার অনেক শুভেচ্ছা জানালাম। সকলের পূজাই যেন খুব ভালো কাটুক আর সবাই খুব ভালো থাকুক। সকলের প্রতিই ভালোবাসা রইল।'
প্রসঙ্গত, রোশন সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর এটাই শ্রাবন্তীর প্রথম দুর্গা পূজা। তাই এ কারণে সাজ সাজ রবটা তার অন্যরকম।