কচুয়ায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যেগে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ বজলুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার,উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শফিক আল সারাহ, প্রেসক্লাব সভাপতি খন্দোকার নিয়াজ ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ বজলুর রহমান। অনুষ্ঠানে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান,উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা বিভাষ চন্দ্র সাহা সহ উপজেলার বিভিন্ন এলাকার সফল চাষী।