মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেফতার করে বুধবার সকালে নওগাঁ কোর্টে চালান দিয়েছে।
এসআই নুর ইসলাম অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় উপজেলা সদরের চকগোবিন্দ গ্রামের আফজাল হোসেনের ছেলে বকুল হোসেনকে (২৪) আটক করেন।
এএসআই মনিরুজ্জামান মিঞা কোর্টের ওয়ারেন্টমূলে উত্তরগ্রাম গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে নুর নবী হোসেনকে (৩৮) আটক করেন।
এছাড়া চৌৗমাসিয়া নওহাটা মোড় পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ অভিযান চালিয়ে চোলাই মদ বিক্রির দায়ে ভীমপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের ৩ মাদক ব্যবসায়ী মৃত রনজিত কুমারের ছেলে রতন কুমার (২০), জোতিশ কুমার মন্ডলের ছেলে উজ্জ্বল কুমার মন্ডল (২৫) ও ওয়াকিল ইসলামের ছেলে রায়হান আলমকে (২০) আটক করেন। এ ব্যাপারে মহাদেবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।