“সবাই মিলে গড়ব দেশ, দূর্নীতি মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের সেন্ট ফিলিপস্ হাই স্কুল এ- কলেজে “সততা সংঘ” উদ্বোধন করা হয়েছে। এ সময় বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ৯টায় সেন্ট ফিলিপস্ হাই স্কুল এ- কলেজে দূর্নীতি দমন কমিশন দিনাজপুরের সহযোগিতায় এ “সততা সংঘ” এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন ও আলোচনা সভা শেষে মাধ্যমিক শাখার সিনিয়র সহকারী শিক্ষিকা সুশীলা টুডু’র উপস্থাপনায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে কবিতা আবৃতি, রবীন্দ্র সংগীত,নজরুল সংগীত, দেশাত্ববোধক গান, সাধারণ নৃত্য, লোক নৃত্য এবং “কেবল মাত্র দুদকের কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই দুনীৃতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আশরাফুল আলম রমজান।
এসময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার সুরোজ ভিনসেন্ট গমেজ সিএসসি, প্রতিষ্ঠানের মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষিকা সিস্টার সন্ধ্যা পিউরিফিকেশন সিআইসি, মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক ব্রাদার জনি গ্রেগরী সিএসসি, সিনিয়র শিক্ষক মাওলানা আবেদ আলী, শিপ্রা দে প্রমুখ।