বরিশালের বাবুগঞ্জে ভোর রাতে অর্পিত সস্পত্তি ও খাস জমি, খালের মধ্যে দোকানঘর র্নিমানের ১২ঘন্টার ব্যবধানে স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া মৌজার দাড়োগার হাট বাজার সংলগ্ন এলাকায়। উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নুসরাত জাহান খান এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে স্থানীয় প্রভাবশালী মোঃ জামালহোসেন, আলাউদ্দিন,মোঃ আলামিন, মন্নান হাওলাদার, কবির হাওলাদার, কালাম হাওলাদার, লিটু দাস, মেহেদি, রফিকুল সহ ২০জন দখলদাররা ক্ষমতার দাফট দেখিয়ে মঙ্গলবার ভোর রাত থেকে বিকাল ৩টা পর্যন্ত অর্পিত সস্পত্তি, খাস জমি দখল করে দোকান ঘর নিমার্ন শুরু করেন। অর্পিত সস্পত্তি, খাস জমি দখল করেও তারা পরবর্তীতে পানি নিস্কাশনের খাল দখলে দোকান ঘর নির্মানের জন্য খুঁটি পোঁতা শুরু করেন। দখলদারদের এহেন ঘটনাটি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদারকে অবহিত করেন। নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারি কমিশনারকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে সহকারি কমিশনার(ভূমি)নুসরাত জাহান খান সাভের্য়ার ও এয়ারর্পোট থানা পুলিশ সঙ্গে নিয়ে সরেজমিনে গিয়ে দেখতে পান খাস জমিতে ১০টি দোকান ঘর নির্মান করেছে এবং খালের মধ্যে আরো ১১টি দোকান ঘর নির্মানের জন্য খুঁটি পোতা হয়েছে। এদিকে দখলদাররা উচ্ছেদের খবর পেয়ে অনেকে নিজ উদ্যোগে নিজেদের স্থাপনা ভেঙ্গে ফেলেছেন। সরকারি উদ্যোগে ভাঙলে জরিমানা গুনতে হবে এ আশাংকায় তারা নিজ উদ্যোগেই নিজেদের স্থাপনা ভেঙ্গে নিচ্ছেন। সহকারি কমিশনার(ভূমি) নুসরাত জাহান খান বলেন অর্পিত সস্পত্তি,খাস জমি ও খাল দখল করে ক্ষমতার দাফট দেখিয়ে ১১টি দোকান ঘর নির্মান করেছে এবং আরো দোকান ঘর নির্মানের কার্যক্রম শুরু করেন। সংবাদ পেয়ে সার্ভেয়ার জাকির হোসেন ও চেইনম্যান আলমঙ্গীর হোসেনকে পাঠানো হলেও দখলদাররা তাদের কথায় কর্ণপাত না করে নির্মান কাজ চালিয়ে যায়। এ কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদিন, ইউপি সদস্য জাকির হোসেন, এয়ারর্পোট থানার এসআই মনোজ, দাড়োগার হাট বাজার কমিটির সভাপতি আবদুল আলী,সাধারন সস্পাদক কিশোর কুমার প্রমূখ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় স্থানীয়রা আরো জানায় দাড়োগার হাট বাজার এলাকায় হিন্দুদের দেবাত্তর সস্পত্তিও দখল করে নিয়েছে প্রভাবশালীরা।