বরিশালের বাবুগঞ্জে একদিনে প্রতি কেজি পেঁয়াজে ৪০ থেকে ৫০টাকা বেড়েছে। ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষনার পরপরই দাম বৃদ্ধি ও বিক্রয় বন্ধ করে দিয়েছেন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হাটবাজারের ব্যবসায়ীরা। রোববার সকালে খোলা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৬০-৭০টাকায়। বিকালে দিকে এ খবর বাজারে আসার সাথে ব্যবসায়ীরা তাদের দোকানের সামনে থেকে পিঁয়াজ সরিয়ে দোকানে সামান্য পেঁয়াজ রেখে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছে ১১০Ñ১২০টাকায়। খোঁজ নিয়ে জানা গেছে এ উপজেলায় বড় বড় ব্যবসায়ীদের গোডাউনে যে পরিমান পেঁয়াজ মজুদ রয়েছে তা দিয়ে পুরো ১মাস বিক্রি করলেও পেঁয়াজের ঘাটতি হবে না। সামাজিক যোগাযোগের মাধ্যমে সংবাদ প্রচার করেছেন ভারত বাংলাদেশে পেঁয়াজ রফতানি করবে না। এ সংবাদটি ছড়িয়ে পড়লে পাইকারী ব্যবসায়ীরা পেঁয়াজ তাদের গোডাউনে মজুদ করায় বিপাকে পড়ে খুচরা ব্যবসায়ীরা। তারা বাধ্য হয়ে প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা বাড়িয়ে বিক্রি করায় ভুক্তভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোক্তভোগীদের অভিযোগ অনতি বিলন্বে প্রশাসন প্রতিটি বড় বড় পাইকারী দোকানে অভিযান পরিচালনার দাবি করছেন।