জেলার দুর্গাপুরে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে অনিয়ম-দুর্নীতি, টাকা উত্তোলন ও গ্রাহক হয়রানি প্রতিরোধে পল্লী বিদ্যুতের ‘উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মাসকান্দা গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর পবিস এর ডিজিএম আবুল কালাম এর সভাপতিত্বে গ্রাহকদের সচেতন করতে মাসকান্দা গ্রামের বিদ্যুৎ গ্রাহকদের সংযোগ দেয়ার নামে দালালচক্র প্রতিহত করতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, বিদ্যুৎ গ্রাহক ফজলুল হক, ইলিয়াস উদ্দিন, মজিবুর রহমান, হাফেজ আবদুল কাদির প্রমুখ।
বক্তারা বলেন, গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক কার্যক্রম এলাকায় একটি ভিন্নযাত্রার রুপ দিয়েছে। গ্রাহকদের সেবা ও ভোগান্তি লাঘবে “উঠান বৈঠক” লিফলেট বিতরন, মাইকিং করণ সহ দুর্নীতি মুক্ত জোনাল অফিস গঠন করাই হচ্ছে পবিস এর মুল লক্ষ। বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে দালালচক্র হাতিয়ে নেওয়া টাকার সত্যতা পাওয়ায় মাসকান্দা গ্রামের হাফেজ আঃ কাদিরকে মোবাইল কোর্টেও মাধ্যমে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম। পরে গ্রাহকদেও কাছথেকে হাতিয়ে নেওয়া প্রায় ৮ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি। সেই দালাল হাফেজ আঃ কাদির হাতিয়ে নেওয়া টাকা ফেরত দেওয়ার কথা জন সম্মুখে শিকার করেণ।