গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরাস্থ মাহমুদ নগর দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে এক বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাড়ির ভাড়াটে সাবেক সেনাসদস্য নজরুল ইসলাম জানায়, ওই বাসার মালিকপক্ষ ঢাকায় অবস্থান করার সুবাদে ভাড়াটিয়ারা বাড়িটি দেখাশুনা করেন। ইতোমধ্যে আমার পরিচিত জনৈক নার্স ওর্মী কে একটি রুম ভাড়াদেই। ওই নার্স ২দিনের মাথায় অন্তঃসত্বা এক মহিলাকে এনে তার রুমে উঠায়।ইতিমধ্যে বিভিন্ন প্রয়োজনে ওই নার্স ওর্মী আমার কাছ থেকে ৪হাজার ৩টাকা ধার নেন। এর কিছুদিন পর ওই নার্স অন্তঃসত্বা মহিলাকে নিয়ে ঢাকা জেলার ধামরাই কালামপুরস্থ একটি ক্লিনিকে ভর্তি করলে তার কন্যাসন্তান জন্ম গ্রহণ করে। সন্তানটি ৫৬হাজার টাকায় বিক্রি করে চন্দ্রা বাসায় চলে আসে। রাতের বেলায় আমাকে দিয়ে টাকা হিসাব করিয়ে পাওয়ানাদারদের দেনা পরিশোধ করেন। কিন্তু আমার টাকা পরিশোধ না করায় নার্সের সাথে আমার সম্পর্কের কিছুটা অবনতি ঘটে। পরের দিন রাতে বাসার অপর ভাড়াটে টিটু মিয়াকে দিয়ে ওই নার্স আমার পাওয়ানা ৪হাজার ৩শ টাকার মধ্যে ৪হাজার টাকা পরিশোধ করে। পরের দিন শুক্রবার রাতে ওই নার্স ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে এ সময় বাড়িতে থাকা টিটু মিয়া, তার স্থ্রী ও কন্যা এবং অপর ভাড়াটিয়াদের মারপিট করে। আমার রুমে ভিতর থেকে দরজা লাগানো থাকায় আমার পরিবারের সদস্যদের শারিরিক ক্ষতি হয়নি।
বাড়ির মালিক মুহাম্মদ হোসেন হিরু মিয়া সাংবাদিকদের জানান, আমাদের এই বাড়িটি ভাড়াটেরাই দেখাশুনা করেন,আমরা থাকি ঢাকায়,কোন ভাড়াটের সাথে কার কি সমস্যা সেটা আমাদের না জানিয়ে বাড়িতে হামলা হবে ,লুটপাট হবে,ভাংচুর করবে এটা কোন আইন।
বাড়ির ভাড়াটে আহত টিটু মিয়ার সাথে আলাপ কালে তিনি বলেন, আমি গরীব অসহায় একজন মানুষ সেনাসদস্য নজরুল ইসলাম নার্স ওর্মীর কাছে টাকা পায়, সেই টাকাটা নার্স ওর্মী আমার হাতে দিলে আমি নিয়ে মেলিটারীভাইকে দিয়ে দিলাম। ঘটনা এতোটুকু তারপরে সেই নার্স কেন কোন উদ্দেশ্যে সন্ত্রাসীদের দিয়ে বাড়িতে হামলা করালেন,আমার স্ত্রী কন্যা সহ আমাকে মারপিট করলেন আবার আরেক ভাড়াটের ঘর থেকে মালামাল লুট করলেন তা আমি বুঝতে পারলামনা।
এ বিষয়ে নার্স ওর্র্মীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে বাড়িতে পাওয়া যায়নি।