ভারত থেকে রপ্তানি বন্ধের খবরে নগরীসহ জেলার দশটি উপজেলায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম। বুধবার নগরীতে পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে ৯০ টাকা কেজি দরে। তবে স্থান এবং প্রকারভেদে এই দাম ১২০ টাকায় পর্যন্ত ঠেকেছে।
খুচরা ব্যবসায়ীরা জানান, সোমবারও পেঁয়াজের কেজি মূল্য ছিলো ৭০ টাকা। মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের এমন মূল্য বৃদ্ধি পেয়েছে। সূত্রমতে, দুর্গা পূজা উপলক্ষ্যে গত দুইদিন থেকে খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে তাদের বিক্রিত পণ্যের তালিকায় নেই পেঁয়াজ। ফলে নগরবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বরিশাল টিসিবি’র প্রধান মোঃ আনিছুর রহমান জানান, দুর্গা পূজা উপলক্ষে সরকার পাঁচদিনের জন্য মাঠপর্যায়ে এ কার্যক্রম শুরু করেছে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধণ করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। তার উদ্বোধণের পর এ কার্যক্রমের আওতায় নগরীর চারটি পয়েন্টে চারজন ডিলার ট্রাকে পন্য বিক্রি শুরু করেছেন। তিনি আরও জানান, পাঁচদিনে একেকজন ডিলার সর্বোচ্চ পাঁচশ’ কেজি চিনি, চারশ’ কেজি ডাল ও চারশ’ লিটার করে সয়াবিন তেল উত্তোলন করে বিক্রি করতে পারবেন। প্রতি কেজি চিনি সর্বোচ্চ ৫০ টাকা, ডাল ৫০ টাকা এবং বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা দামে ডিলাররা ক্রেতাদের কাছে বিক্রি করছেন। তবে টিসিবি’র এ তালিকায় পেঁয়াজ না থাকার বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।
পেঁয়াজের বাজারে অভিযান ॥ নগরীর হাটখোলা এলাকার পেঁয়াজ পট্টিতে বুধবার সকালে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়তি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে বরিশাল বাংলা আড়তের স্বত্বাধিকারী নান্নু হোসেনকে পাঁচ হাজার, রিয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লিটন মৃধাকে পাঁচ হাজার এবং শিকদার বাণিজ্যলয়ের স্বত্বাধিকারী রাম প্রসাদকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনীষা আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।