দুর্গাপুরে খাসজমি দখল ছেড়েদেওয়া বা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দিন তারিখ এবং বেধেদিয়ে মাইকিং করেছেন উপজেলা প্রশাসন।
আগামী ৯ অক্টোবরের মধ্যে পৌর সদরসহ উপজেলায় যে সকল সরকারী খাসজমি ব্যক্তি দখলে রয়েছে তা ছেড়েদেওয়া বা রাস্তার পাশে গড়েতোলা অবৈধ স্থাপনা বা দোকানপাট সরিয়ে নিতে মাইকিং করেছেন উপজেলা প্রশাসন। ২ অক্টোবর বুধবার মাইকিং এর মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম বলেন বেধেদেওয়া সময়ের মধ্যে এগুলি সড়িয়ে না নিলে ১০ অক্টোবর থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।