হঠাৎ করে পদ্মার পানি বৃদ্ধির কারণে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় হুমকির মুখে রয়েছে দেশের ২১ জেলার মানুষের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাট।
এরই মধ্যে দৌলতদিয়া ১ নং ফেরি ঘাটটি বন্ধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট বিআইডব্লিউটিএ। ৬টি ঘাটের মধ্যে ভাঙনের ঝুঁকিতে রয়েছে ৩ ও ৬ নং ফেরি ঘাট। এ দিকে পদ্মার পানি বৃদ্ধির কারণে দেখা দিয়েছে চরম ভাঙনের।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান করণী (ডিও) ইউসুফ উদ্দিন খান বলেন, বুধবার (২ অক্টোবর) দুপুরের পরিমাপকৃত তথ্য অনুযায়ী পদ্মার পানি দৌলতদিয়া পয়েন্টে বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বাভাবিক ভাবে ৮ দশমিক ৬৫ সেন্টিমিটার পানি থাকার কথা। কিন্তু ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বর্তমান দৌলতদিয়া পয়েন্টের পানি ৮ দশমিক ৭৭ সেন্টিমিটার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, পদ্মার পানি বৃদ্ধির কারণে ১ নং ফেরি ঘাটটি বন্ধ রাখা হয়েছে। ১নং ঘাটটি যদি ভেঙে যায় তাহলে সব ঘাটগুলোই ভাঙনের ঝুঁকিতে থাকে। বর্তমার আমাদের ৫টি ঘাট সচল রয়েছে। আর এই ঘাটগুলো দিয়ে ১৩টি ফেরি চলাচল করছে।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার মোহাম্মাদ আলী বলেন,দৌলতদিয়ার ধল্লাপাড়া ম-লের পাড়া ভাঙনের কারণে পানির স্রােত সরাসরি গিয়ে আঘাত হানছে লঞ্চ ঘাটে। ফলে লঞ্চ ঘাটটি খুবই ঝুঁকিতে রয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, পদ্মার ভাঙন থেকে দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডকে।