নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপির নিজ অর্থায়নে দুর্গাপুর- কলমাকান্দা সড়ক সংস্কার করেন। আসন্ন শারদীয় দূর্গাপুজাকে সামনে রেখে মঙ্গলবার দুপুর থেকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মকরাইল, চন্ডিগড় বাজার, সাতাশি বাজার সহ বেশ কিছু স্থানে বালি ও পাথর নিয়ে সড়ক সংস্কার শুরু করা হয়।
এই সময় উপজেলার যুবলীগ সভাপতি আবুল হান্নান সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত থেকে সড়ক সংস্কার পরিচালনা করেন।স্থানীরা জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে দুর্গাপুর-কলমাকান্দা ২৫ কিলোমিটার সড়কের সম্পূর্ণ অংশই চলাচলের অনুপযোগী হয়ে পরে। গত বছরের ৫ ই আগস্ট সড়কটি নতুন করে সংস্কারের কাজ শুরু করলেও এখন পর্যন্ত সড়কটির সংস্কার কাজ শেষ হয়নি। উল্ট এই সড়কের পুরো অংশই তৈরী হয়েছে ছোট বড় অসংখ্যা খানাখন্দ। ফলে প্রায় সময় ঘটছে র্দূঘটনাও। এমন অবস্থায় সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপির নিজ অর্থায়নে সড়কের খানাখন্দ ভরাট করায় স্থানীদের মাঝে এক ধরনের আনন্দ দেখা যায়। স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি বলেন, দীর্ঘ দিন ধরে দুর্গাপুর-কলমাকান্দা এই দুই উপজেলার সাধারণ মানুষ এই সড়কটি জন্য কষ্ট করে আসছেন। আসলে সড়কটি সংস্কার কাজ অনেক আগেই শেষ হওয়ার কথা ছিলো। কাজটি যেনো দ্রুত শেষ হয় এ ব্যাপারে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। আর সামনে যেহেতু শারদীয় দূর্গাপূজা মানুষ যাতে নির্বিঘ্নে সড়ক দিয়ে চলাচল করতে পারে তার জন্য আমার ব্যক্তিগত অর্থ দিয়ে সড়কটি প্রাথমিক সংস্কার করা হচ্ছে।