জেলা প্রশাসন, রংপুর ও রংপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রি’র যৌথ আয়োজনে ‘‘বৈশি^ক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’’ এ শ্লোগানটিকে সামনে রেখে সারা দেশের ন্যায় রংপুরে দিনব্যাপী পালিত হলো জাতীয় উৎপাদনশীলতা দিবস। এবারে দিবসটি উপলক্ষে রংপুরে সকালে বর্ণাঢ্য র্যালী শেষে রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে দিনব্যাপী মতবিনিময় সভা ও রংপুরে উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।
মতবিনিময় সভা ও রংপুরে উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান ও রংপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। রংপুরে উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলায় রংপুর জেলার প্রায় ২৫জন উদ্যোক্তা মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল হাবিব, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ফারুক, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ক্লাব, রংপুরের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ- ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ রেজাউল ইসলাম মিলন, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন, রংপুর চেম্বারের পরিচালক মোঃ রিয়াজ শহিদ শোভন, স্পার্কি ইলেকট্রনিক্স ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান প্রকৌশলী মঞ্জুরুল আহসান, বিডি এ্যাসিসটেন্টের সিইও মনোয়ার হোসেন, সুমনা স্যানিটারি ও ন্যাপকিন ফ্যাক্টরীর স্বত্বাধিকারী সাঈদ আলম, অন্নপূর্ণা এগ্রো সার্ভিস এর রামনিবাস আগারওয়াল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আফসানা পারভীন, বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস প্রধান আবদুল হান্নান, বিসিক এর মহাব্যবস্থাপক এ এস এম জালাল উদ্দিন প্রমুখ।
রংপুরে উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিফ আহসান বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তাই তিনি শিল্প ও সেবাখাতসহ উৎপাদনের সকল স্তরে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে মালিক-শ্রমিক-কর্মচারিদের উদ্বুদ্ধ ও উৎসাহিত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করতে হলে দেশের সকল সেক্টরে উন্নয়ন বেগবান করার পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। এ ছাড়া তিনি মেধাসম্পদের উৎকর্ষ সাধনে কারিগরি জ্ঞান সমৃদ্ধ শিক্ষার প্রসার এবং গবেষণা ও উন্নয়নখাতের বিকাশে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।
পণ্য প্রদর্শনী মেলায় স্পার্কি ইলেকট্রনিক্স ইন্ডাষ্ট্রিজ, টাউস ট্রেডিং (টুপি রপ্তানিকারক), নাসিব প্ল্যান এ- পট, সুমনা স্যানিটারি ন্যাপকিন ফাক্টরী, ক্যালিস্ক ইকো প্রোডাক্ট লিঃ ও কুইক টিম-কে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে জেলা প্রশাসন, রংপুরের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া র্যালি, আলোচনা সভা ও রংপুরে উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, রংপুর জেলার উদ্যোক্তাবৃন্দ এবং রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।