শারদীয় দূর্গোৎসবের মধ্যে রংপুর-৩ শুন্য আসনে ভোটগ্রহণের তারিখ না পিছিয়ে নির্বাচন কমিশন হিন্দু সম্প্রদায়কে অবজ্ঞা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার (২ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রংপুর-৩ উপ-নির্বাচনে বিএনপির প্রধান এই সমন্বয়ক বলেন, ‘ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন উদাসীন। তা না হলে বাঙালী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় দুর্গোৎসবে ভোটগ্রহণের ব্যবস্থা করত না। ৪ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীরাদের পূজোর ধর্মাচার শুরু হবে। আর ৫ অক্টোবর রংপুরে নির্বাচন। এই নির্বাচন পেছানোর জন্য হিন্দু সম্প্রদায়ের সংগঠনগুলো দাবি জানিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন তাদের দাবিকে অবজ্ঞা করছে।’
নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় দাবি করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ইভিএম সম্পর্কে দেশবাসী বিশেষজ্ঞদের সঙ্গে একমত পোষণ করে অনাস্থা প্রকাশ করেছে। তারপরও নির্বাচন কমিশন এই বিতর্কিত পদ্ধতির ইভিএম আকড়ে ধরে আছে। এই ইলেকট্রনিক ভোটিং মেশিন একটি অ-বিশ্বস্থ, ক্রটিপূর্ণ এবং অ-নির্ভরযোগ্য প্রযুক্তি। ভোটের চিত্র যাই হোক না কেন ফলাফলের নিয়ন্ত্রন নির্বাচন কমিশন ও সরকারের হাতে কুক্ষিগত অবস্থাতে বহাল রয়েছে।’
বিএনপি সরকারের ভোট কারচুপি, দুর্নীতি, অনিয়ম ও জনবিরোধি অগণতান্ত্রিক প্রক্রিয়াকে জনসম্মুখে তুলে ধরতেই নির্বাচনে অংশ নিয়েছে বলে তিনি জানান। এ সময় রংপুর-৩ আসনের ভোটারদের ধানের শীষের প্রার্থী রিটা রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ৫ অক্টোবর ভোটকেন্দ্রে যেতে আহ্বান করেন।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি প্রার্থী রিটা রহমান, কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু প্রমুখ।
পরে নিয়ে নগরীর গ্রান্ড হোটেল মোড় হতে পায়রা চত্বর পর্যন্ত শোডাউন ও গণসংযোগ করেনদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্য, আগামি ৫ অক্টোবর রংপুর-৩ শুন্য আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এই আসনে ভোটার প্রায় সাড়ে ৪ লাখ। রংপুর সদর ও সিটি করপোরেশন এলাকার ১৭৫টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শুন্য এ আসনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে।