র্দীঘ ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল। আগামি ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া কাউন্সিল ঘিরে উৎসবের আমেজে দিন অতিবাহিত করছে নেতাকর্মীরা। কাউন্সিলে সম্মানজনক পদ পেতে নেতারা শুরু করেছেন লবিং। দীর্ঘদিন দলের কর্মকাণ্ডে অংশ না নেওয়া এবং কোনঢাসা নেতাকর্মীরাও কাউন্সিলকে ঘিরে এখন চাঙ্গা। তারাও পদ পেতে মুখিয়ে রয়েছেন। তবে আওয়ামী লীগ নেতৃবন্দ, ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা ইউনিয়ন আওয়ামী লীগের কাণ্ডারী হিসেবে পেতে চান দলের জন্য নিবেদিত প্রান ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুর রাজ্জাক’র মেজপুত্র বিজেএম ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব রুবেল মাহমুদ রতন কে।
আওয়ামীলীগ নেতাকর্মীরা মনে করেন, বাহাদুরপুর ইউনিয়নের রাজনীতিতে জটিল সমীকরন রয়েছে। এখানে আওয়ামীলীগ, বিএনপির মত জাসদ রাজনীতিও শক্তিশালী। বলিষ্ট এবং ক্লিন ইমেজের রাজনৈতিক দূরদর্শী নেতৃত্ব ছাড়া তাদের লাগাম টেনে ধরা সম্ভব নয়। সেক্ষেত্রে ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে পরপর ৬ বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আবদুর রাজ্জাকের মেজপুত্র আলহাজ্ব রুবেল মাহমুদ রতন সবচেয়ে যোগ্য। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে তার নেতৃত্বের প্রতিই আস্থা রেখেছেন আওয়ামী লীগ নেতা কর্মীরা। ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সব সংগঠনই রুবেল মাহমুদ রতনের প্রতি আস্থাশীল। ৯টি ওয়ার্ডেই তার রয়েছে রাজনৈতিক বেজ।
বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামীম হোসেন জানিয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০১২ সালে। এরপর আর কাউন্সিল হয়নি। সে কাউন্সিলে ডাঃ হাফিজুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি ইন্তেকাল করার পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান মুক্তার হোসেন। ২০১৭ সালে তিনিও ইন্তেকাল করলে বর্তমান সভাপতি আলহাজ্ব মোফাখাখার হোসেন বাবুল দায়িত্বপালন করছেন।
বাহাদুরপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ডাঃ হাফিজুর রহমান জানিয়েছেন, বর্তমান সভাপতি বয়সজনিত কারণে নেতৃত্ব দিতে বহুলাংশেই ব্যার্থ। যোগ্য নেতৃত্ব না থাকায় নেতাকর্মীরা যততত্র ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। এখন প্রয়োজন নতুন এবং ক্লিন ইমেজের নেতৃত্ব। তবেই সুসংগঠিত এবং রাজনীতিক কর্মকাণ্ড গতি পাবে।
বাহাদুরপুর ইউনিয়নের একজন বীরমুক্তিযোদ্ধা নুর আলম। তিনিও তীক্ষè দৃষ্টি রেখেছেন কাউন্সিলের দিকে। তিনি মনে করেন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ কে আরো সুদৃঢ় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভীষন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে আলহাজ্ব রুবেল মাহমুদ রতন’র কাণ্ডারী হওয়ার বিকল্প নাই। তবেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ সহ একাধিক নানা গুরুত্বপূর্ন পদে নেতৃত্ব প্রতিষ্টা করা সম্ভব হবে।
ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল জানিয়েছেন, বাবা আবদুর রাজ্জাক চেয়ারম্যানের যোগ্য উত্তরসুরী রুবেল মাহমুদ রতন। জনদরদী, সমাজসেবক, দানশীল এবং দৃঢ় রাজনৈতিক চিন্তা ধারার বাবার আদলেই তিনি গড়ে তুলেছেন তার জীবন। তিনি যদি বাহাদুরপুর ইউনিয়নের কাণ্ডারী হয়ে রাজনীতির মাঠে আসেন, তবেই বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতি আরো সমৃদ্ধ হবে। ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে তিনি এবং তার বড় ভাই বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা পবন আওয়ামলীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব আখতারুজ্জামান মিঠুকে নির্বাচিত করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।
আলহাজ্ব রুবেল মাহমুদ রতন’র সাথে কথা হলে তিনি জানান, দীর্ঘ দিন ধরেই আমি আওয়ামী রাজীনতির সাথে জড়িত। আওয়ামী লীগ নেতাকর্মী সহ সাধারন জনগন আমার সাথে রয়েছে। তাদের কে সাথে নিয়েই আমি বহু রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছি। আওয়ামলীগ নেতাকর্মীরা যোগ্য মনে করলে আমি দলের হাল ধরতে চাই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে ভূমিকা রাখতে চাই।