নেত্রকোনার দুর্গাপুর রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সম্পাদক পদে ব্যবহৃত ব্যালট পেপার পুনরায় গণনার দাবী জানিয়েছে পরাজিত প্রার্থী মোমেন ইবনে সাঈদ ষ্ট্যালিন। প্রধান নির্বাচন কমিশনারের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছে ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে। আবেদন গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার দলিল লিখক আতাউর রহমান।
লিখিত অভিযোগের বিবরণে জানা যায়, সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে (২৯ সেপ্টেম্বর)রোববার। ঐ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন দলিল লিখক মোমেন ইবনে সাঈদ ষ্ট্যালিন। লাইসেন্স নং-৮০৭। প্রায় ২ঘন্টা ভোটারদের ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ফলাফল ষোঘণা করে। ওই নির্বাচনের ফলাফলে ৭ ভোটের ব্যবধানে জয়ী প্রার্থীর নিকট হেরে যান তিনি। ঐদিন সন্ধ্যার পরেই নির্বাচনের ফলাফল এর বিষয়ে পরাজিত প্রার্থীর সন্দেহের কারণ সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে সোমবার ভোট গণনার দাবী জানিয়ে লিখিত অভিযোগ দাখিল করেণ। অভিযোগের অনুলিপি উপজেলা পরিষদের চেয়ারম্যান,মেয়র,সাব-রেজিষ্ট্রার,দুর্গাপুর প্রেসক্লাব ও অন্যান্য সাংবাদিকবৃন্দকেও প্রদান করা হয়েছে।
সম্পাদক পদের ভোট পুণঃগণনার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মির্জা হারিছ বেগ’র নিকট মুঠোফোনে জানতে চাইলে তার ফোন বন্ধ থাকায় কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার আতাউর রহমান এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি। নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ৩ অক্টোবর বৃহস্পতিবার একটি সমাধান প্রক্রিয়ায় যাওয়ার সম্ভবনা রয়েছে বলে মত প্রকাশ করেণ তিনি।