মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকেঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর হতে ১৫ কিঃ মিঃ দূরে রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামে অবস্থিত বড়ডুবি সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ৫ম শ্রেনী হতে ৮ম শ্রেনী পর্যন্ত শিক্ষা কার্যক্রম বৃদ্ধির ফলে ছাত্রছাত্রীর সংখ্যাও ৩শতাধিকের উপড়ে। সরকারের দেওয়া একটি মাত্র ওয়াশ ব্লক যা নি¤œমানের কাজের কারণে দেওয়াল ফেটে ভেঙ্গে পড়ার অবস্থা। যে কোন সময় এটি ভেঙ্গে ঘটতে পারে দূর্ঘটনা। এবস্থায় শিক্ষার্থীদের পরিস্কার পরিচ্ছনতা পয়ঃ নিষ্কাষনের জায়গাটির অবস্থা এমন হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীসহ রীতিমত সমস্যা আর দুর্ভোগ পোহাচ্ছে।
সরকারের স্কুল উন্নয়ন বাজেটে স্কুলে নানাবিদ উন্নয়ন হলেও স্কুল কতৃপর্ক্ষ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনীর ক্লাশের শিক্ষার্থীদের জন্য একটি টিনের ঘর ও একটি টিনের নিরাপত্তা দেওয়াল নিমার্ন করেছে। যা সরকারের দেওয়া মাইনর প্রকল্পের হিসাবে খুবই অপ্রতুল। আপ্রান চেষ্টা করে গ্রামীন এই স্কুলটির শিক্ষার্থীদের পড়াশুনার মান ভাল করার জন্য এসব নানা উদ্যোগ গ্রহন করেছে স্কুল কর্র্তৃপক্ষ। ফলে বিদ্যালয় মুখি হচ্ছে গ্রামের শিশু শিক্ষার্থী ও মেয়েরা। বিশেষ করে মেয়েরা এখান থেকেই ৮ম শ্রেনী পর্যন্ত পড়াশুনা করতে পেরে নিজেকে বাল্য বিবাহের হাত থেকে নিজেকে রক্ষা ও নিজে পড়াশুনা জানার যে অধিকার সেটি এই গ্রামীন স্কুল থেকেই করতে পারছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক রবিউল আলম মিল্লাদ।
বিদ্যালয় সূত্রে, ১৯৭০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এলাকাটি নি¤œাঞ্চল হলেও তৎকালিন সময়ে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী জমিদাতা মরহুম জোনাব আলী ১একরেরও বেশি জায়গা দেন এবং তার সহযোগিতায় একটি দুচালা একটি ছোট্ট টিনের ঘর দিয়ে বিদ্যালয়ের শিক্ষা যাত্রা শুরু হয়। আশপাশে কোন শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শুরু থেকেই স্কুলটির প্রতি এলাকাবাসীর সহযোগিতা ছিল। পরে দুতলা বিল্ডিং স্থাপিত হয়। বিদালয়ের সামনে রয়েছে ছোট মাঠ। এখানে সরকারের নানামুখি উন্নয়নে স্কুলটির পরিবর্তন হয়েছে। বর্তমানে ৮ জন শিক্ষক নিয়ে একটানা সকাল হতে বিকেল পর্যন্ত বিরতীহীন শিক্ষাদান কার্যক্রম চলছে। এদিকে বিদ্যালয়ের সাথেই লাগানো জমিদাতা মরহুম জোনাব আলীর ছেলে মোহাম্মদ আলীর মাটি কাটাসহ বসত ভিটার সাড়ে ৪কাঠা জমি আছে সেটি স্কুলের জন্য জমি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে যেতে চান। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই জমি অর্থের অভাবে ক্রয় করতে পারছে না। জানা গেছে, ৫লক্ষ টাকা হলে জায়গাটি ক্রয় করা যাবে। একই সাথে স্কুলের পুরো নিরপত্তা বাউন্ডারি ওয়াল নেই, আরো শ্রেণী কক্ষ নির্মান, আসবাবপত্র ও মাঠে মাটি কাঁটা বিশেষ ভাবে প্রয়োজন হয়ে দাড়িয়েছে।
এব্যাপারে বড়ডুবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম মিল্লাদ বলেন, সরকারী গাইড লাইনে শিশুদের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু আমাদের মতো গ্রামীন শিক্ষালয়ে সেই ভাবে উন্ন্য়নের ছোঁয়া লাগেছে না। আমরাও সেই ভাবেই গ্রামে থেকেও ভাল রেজাল্ট করার আপ্রান চেষ্টা করছি। একই সাথে শিক্ষার্থীদের ওয়াশ ব্লকের যে অবস্থা তা খুবই খারাপ। অতিশীগ্রই এর ব্যবস্থা নিতে হবে। তা না হলে এটির দেওয়াল ভেঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে জমিদাতা ছেলের কাছ থেকে ওই জমিটা ক্রয় করতে পারলে মাঠটি বড় হবে এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য স্থাপনা তৈরি করা যাবে। ফলে এলাকায় একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরি হবে। উন্নতি হবে এই এলাকার মানুষের সন্তানদের শিক্ষা ব্যবস্থা, বন্ধ হবে বাল্য বিবাহ ও দেশের ভাবমুর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে এই গ্রামীন শিক্ষালয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে নালিতাবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নুপুর বলেন, ওয়াশ ব্লক এর ব্যাপারে আমরা কথা বলেছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।