দিনাজপুরে বিশ্বভরা প্রাণ নামক সংগঠনের জেলা কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
গত ১ অক্টোবর বিকেল ৫ টায় দিনাজপুর আদর্শ কলেজের অফিস কক্ষে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং অধ্যক্ষ ডঃ সৈয়দ টিটো রেদওয়ানকে সভাপতি ও রহমতুল্লাহ রহমতকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। উপদেষ্টাগণ হলেন-প্রফেসর মোজাম্মেল হক বিশ্বাস, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, লালমিয়া, স্বরুপ কুমার বকশি বাচ্চু ও লায়লা চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, সহ সভাপতি-আজহারুল আজাদ জুয়েল, সনৎ চক্রবর্তি লিটু, যুগ্ন সাধারণ সম্পাদক- হারুন অর রশীদ, নূর ইসলাম, সহ সাধারণ সম্পাদক-লায়লাতুল রীমা, লতা মল্লিক, সাংগঠনিক সম্পাদক-অমৃত কুমার রায়, অর্থ ও হিসাব সম্পাদক-অর্চনা রাণী নরেন, প্রকাশনা সম্পাদক-শামসুর রেজা শুভ, অনুষ্ঠান সম্পাদক-মাসুদা খাতুন, প্রশিক্ষণ সম্পাদক-ধনপতি রায় আনন্দ, সমাজসেবা সম্পাদক- এনায়েতুর রহমান, পরিকল্পনা ও প্রকল্প উন্নয়ন সম্পাদক মোহাম্মদ আলী, মানবাধিকার সম্পাদক- ও এফ এম মোরশেদ উল আলম, অফিস ব্যবস্থাপনা সম্পাদক- হাবিবুর রহমান, নির্বাহী সদস্য-গ্যালী বিনতে শিরিন, সারোয়ার হোসেন, মিতুল ভট্টাচায্য,নবদ্বীপ চন্দ্র বর্মন।