চিরিরবন্দরে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” বিষয়ে মুক্তিযোদ্ধার সাক্ষাতকার নেয়া হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ময়ছার আলীর স্বাক্ষাতকার নেয়া হয়। স্বাক্ষাতকার নেন বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীরা। স্বাক্ষাতকারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা কতৃক প্রেরিত নির্বাচিত প্রশ্নমালাসহ আঞ্চলিক ঘটনার উপর প্রশ্ন করা হয়। এ সময় বিদ্যালয় সভাপতি মোঃ আবদুল বারী সরকার, ম্যানেজিং কমিটির সদস্য বাবলুর রহমান, মছির আলী, প্রধান শিক্ষক ও এফ এম মোরশেদ উল আলমসহ সকল শিক্ষক মন্ডলী এবং ওই শ্রেণির সকল ছাত্রী উপস্থিত ছিলেন।