বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতী শুরু করেছে দূরপাল্লার বিভিন্ন পরিবহন কোম্পানীর বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে কর্মরত তিন শতাধিক শ্রমিক ও কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার ভোর ছয়টা থেকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের স্ব-স্ব কাউন্টারের সামনে তারা কর্মবিরতী শুরু করেন। তাদের আন্দোলনে সমর্থন দিয়েছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
কর্মবিরতীর ফলে বুধবার সকাল থেকে বরিশাল নগরী থেকে দূরপাল্লা রুটের কোন বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পরেছেন দূরপাল্লা রুটের নিয়মিত যাত্রীরা। এদিকে কর্মবিরতীর ফলে বুধবার দুপুরের মধ্যে দূরপাল্লা রুটের কয়েকটি কোম্পানীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শ্রমিক ও কর্মচারীদের দাবি মেনে নিয়েছেন। তবে এখনও কয়েকটি কোম্পানীর শ্রমিক ও কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা না দেয়ায় শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতী অব্যাহত রেখেছেন। বেতন-ভাতা বৃদ্ধি না করা পর্যন্ত কর্মবিরতী চলবে বলেও জানিয়েছেন সৌদিয়া পরিবহনের বরিশাল কাউন্টার ম্যানেজার ইমাম হোসেন। অপরদিকে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন।