খুলনার পাইকগাছায় ৬ঘন্টার ব্যবধানে গলায় ফাঁস দিয়ে ২জন আত্মহত্যা করেছে। মঙ্গলবার উপজেলার চাঁদখালী ইউপি কাটাবুনিয়া গ্রামের হোমিওপ্যাথিক চিকিৎসক মুকুন্দ মন্ডলের স্ত্রী অর্পা মন্ডল (২২) সন্ধ্যার দিকে এবং একই দিন সকাল ১১টার দিকে চাঁদমুখী গ্রামের মৃত হাকিম শেখের পুত্র ইটভাটার সরদার আবদুল সালাম শেখ (৫২) গলায় রশি ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক সূত্রে জানাযায়, এক সন্তানের জননী অর্পা মন্ডল স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেন। তার চার বছরের এক কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে ঋণের দায়ে দুই সন্তানের জনক আবদুল সালাম শেখ গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পাইকগাছা থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) ইমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।