প্রেসক্লাব পাইকগাছা এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছা অস্থায়ী কার্যালয়ে এক সভা সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রকাশ ঘোষ বিধানকে সভাপতি ও দৈনিক ভোরের পাতা ও বার্তা সংস্থা এফএনএস প্রতিনিধি মহানন্দ অধিকারী মিন্টুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পঞ্চানন সানা, আ. সবুর আল-আমিন, যুগ্ম-সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ শ্যাম সুন্দর ভদ্র, দপ্তর সম্পাদক ইমদাদুল হক, পাঠাগার সম্পাদক রবীন মন্ডল, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক নাসরিন সুলতানা রানী, ক্রীড়া সম্পাদক দীপ অধিকারী, নির্বাহী সদস্য আশীষ রায় চৌধুরী মিন্টু ও সদস্য রফিকুল ইসলাম রিপন।