বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের জনপ্রিয় নেত্রী গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে মিথ্যা মামলায় কারাবন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। তাকে মুক্তি দেয়া না হলে দেশে গণঅভ্যুন্থান হবে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেছেন, রংপুর-৩ আসনের উপনির্বাচনে কারচুপি করা হলে রংপুর থেকে দুর্বার আন্দোলনের ডাক দেয়া হবে।
মঙ্গলবার উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগকালে পৃথক ভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এ কথা বলেন।
গণসংযোগ কালে তাদের সাথে ছিলেন প্রার্থী রিটা রহমান, বিএনপি সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শ্যামা ওবায়েদ, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, যুবদলের সাবেক সভাপতি আবদুল খালেক, রংপুর মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর সিটির সাবেক কাউন্সিলর ও মহিলাদল নেত্রী আরজানা সালেক, রংপুর মহানগর যুবদল সভাপতি এ্যাড. মাহফুজ উন নবী ডন, সাধারণ সম্পাদক রিটন পারভেজ, সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ উন নবী বিপ¬ব, সাধারণ সম্পাদক মোখছেনুল আরেফীন রুবেল, জেলা সভাপতি শহিদুল ইসরাম লিটন, কৃষক দল কেন্দ্রীয় সদস্য শাহ নেওয়াজ রহমান লাবু, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, প্রমুখ।
নেতৃবৃন্দ নগরীর সিটি বাজার, সুপার মার্কেট, মিঠুর গলি, পায়রা চত্বর, সেন্ট্রাল রোড, মেডিকেল পুর্বগেট, ধাপ বাজার, লালকুঠিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পরে সন্ধ্যায় নগরীর সাহেবগঞ্জ ও রংপুর সদর উপজেলার লাহেড়ীরহাট এবং খলেয়া গঞ্জিপুরে পথসভায় অংশ নেন। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পথসভা চলছিল।