রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের অন্তরভুক্ত মেট্রোপলিটন তাজহাট থানা কমিটির আলোচনা সভা, অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধায় নগরীর মর্ডান মোড় এলাকায় জাতীয় শ্রমিকলীগ মেট্রোপলিটন তাজহাট থানা কমিটির অফিস ফিতা কেটে উদ্বোধন করেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এমএ মজিদ। সভায় জাতীয় শ্রমিকলীগ মেট্রোপলিটন তাজহাট থানা কমিটির সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি রুস্তম আলী, সহ সভাপতি কাউন্সিলর রহমত উল্লাহ বাবলা, যুগ্ন সাধারণ সম্পাদক কাউন্সিলর মাহাবুর মোরশেদ শামীম, শমসের আলী, কোষাধ্যক্ষ শাহরিয়া হোসেন বিটুল, সহ প্রচার সম্পাদক নাসিম উদ্দিন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।