প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা গত সোমবার রাতে রংপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত আসন্ন রংপুর-৩ আসনের উপ নির্বাচনে প্রতিদ্ধন্ধী প্রার্থীদের সাথে মতবিনিময় কালে বলেছেন আগামি ৫ই অক্টোবর রংপুর-৩ আসনের উপ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ন ও নিরপেক্ষ করার সকল ব্যাবস্থা নেয়া হয়েছে। এ নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই।
সোমবার রাতে রংপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে রংপুর-৩ আসনের উপ নির্বাচনে প্রতিদ্ধন্ধী প্রার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ তৌহিদুর রহমান মন্ডল রাজু সিইসির নিকট একটি লিখিত প্রস্তাব উপস্থাপন করে কতিপয় সুপারিশ তুলে ধরেন। এতে তিনি আগামি ৫ই অক্টোবর রংপুর-৩ আসনের উপ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ন, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে কবলেন, এই আসনের মানুষ বরাবরই নির্বাচন মুখী। তবে দূঃখজনক ভাবে আগামি ৫ই অক্টোবরের উপ নির্বাচন নিয়ে মানুষ হতাশ। কেননা এখন পর্যন্ত এখানকার বিভিন্ন স্থানে সরকারী দলের সর্মথিত প্রার্থীর বিল র্বোড শোভা পাচ্ছে। এ ছাড়া নির্বাচনী পোষ্টার ও ব্যানারে বিধি বর্হিভুত ভাবে মৃত পিতা, মাতা ও মহাসচিব এর ছবি নিয়ে প্রচারনা চলছে। যা এখনও অপসারন হয়নি। সেই সাথে তিনি জানতে চান, প্রকৃত কাষ্টিং ভোটে নির্বাচনী ফলাফল ঘোষনা করা হবে, নাকি দেশ এবং আর্ন্তজাতিক বিশ্বকে গ্রহনযোগ্য নির্বাচন দেখানোর জন্য বাড়তি ভোট দেখানো হবে ? সেই সাথে নির্বাচনে জনগনের আস্থা ফিরে আনার জন্য নির্বাচন কমিশনের পক্ষ্য থেকে সুষ্ঠু, শান্তিপূর্ন ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা সূচক মাইকিং এর ব্যাবস্থা, ভোট কাষ্টিং এর ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের ফিংগার প্রিন্ট ম্যাচিং গ্রহন না করা। অডিট কার্ড ও মেমোরী কার্ড এর সিম নম্বর আগে থেকেই প্রার্থী এবং মিডিয়ায় সরবরাহ করা। এবং ইভিএম মেশিন কোন ক্ষেত্রে অকার্যকর হলে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহনের ব্যবস্থা করার প্রস্তাব করা হয়। খেলাফত মজলিস প্রার্থীর এ প্রস্তাবের জবাবে সিইসি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ্য থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় সকল নিরাপত্তামুলক ব্যাবস্থা নেয়া হয়েছে। নির্বাচনে কারচুপি কিংবা ভোট কেন্দ্র দখলের মত কোন অনিয়মের অভিযোগ পেলে সেই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে।
ইভিএম সর্ম্পকে বিএনপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেছেন, এ নিয়ে শংকার কিছু নেই। ইভিএমএর কোন ত্রুটি হলে তা দ্রুত সমাধানে আমাদের বাহিনী প্রস্তত আছে। এছাড়া, বিধি বর্হিভুত ভাবে যে সব নির্বাচনী পোষ্টার ও ব্যানার টাঙ্গানো হয়েছে, মঙ্গলবারের মধ্যে সেসব অপসারনের ব্যাবস্থা করা হবে।
এসময় জাপা প্রার্থী রাহগির আলমাহি সা’দ এরশাদ, বিএনপির প্রর্থী রিটা রহমান, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ তৌহিদুর রহমান মন্ডল রাজু, স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার, গনফ্রন্টর এর কাজী মোহাম্মদ শহিদুল্লাহ, এনপিপির শফিউল আলম সহ অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর হোসেন, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ, পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, সহ নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।