কচুয়ায় শহীদ শেখ আবু নাসের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় গোয়ালমাঠ একাদশ ৩-১ গোলে কচুয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে।কচুয়া একাদশ হয় রার্নারআপ। উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের উদ্যেগে সাইবোর্ড ও গোয়ালমাঠ ক্লাবের সহযোগিতায় মঙ্গলবার বিকাল ৩টায় গোয়ালমাঠ রশিকলাল মাধমিক বিদ্যালয়ের মাঠে কচুয়া একাদশ ও গোয়ালমাঠ একাদশে মধ্যে ফাইনাল খেলা অণুষ্ঠিত হয়। খেলার নির্ধরিত সময় ১-১ গোলে ড্র হয়।পরে খেলা ট্রাইব্রেকারে গড়্য়া, ট্রেইব্রেকার খেলায় গোয়ালমাঠ একাদশ কচুয়া একাদশকে ৩-১ গোলে পারজিত করে। সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে গোয়ালমাঠ একাদশের জাহিদুল ইসলাম। খেলা পরিচালনা করেন জেলা রেফারীর সদস্য পলাশ, মোঃ রহমান ও এসএম আলম।
রাড়িপাড়া ইউনিয়ন চেয়ারম্যান তাসলিমা বেগমের সভপতিত্বে অনুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান,জেলা পরিষদ চেয়ারম্যান সেখ মনিরুজ্জামান ঝুমুর,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান ও সাংবাদিক, শিক্ষক সহ উপজেলার বিভিন্ন ক্লাবের সভপতি সম্পাদকবৃন্দ এবং এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।। ।