বাগেরহাটের মোরেলগঞ্জে ছোট ভাই মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে তার আপন বড় ৬ ভাইকে পুলিশের সহযোগিতায় মিথ্যা মামলাসহ বিভিন্ন অযুহাতে হয়রানির অভিযোগ উঠেছে। হয়রানির হাত থেকে বাচঁতে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বড় ৬ ভাই।
ছোট ভাইয়ের হয়রানিতে অতিষ্ঠ বড় ভাইরা হলেন, উপজেলার পুটিখালী গ্রামের মৃত এনতাজ উদ্দিন শেখের ছেলে শেখ সাইদুর রহমান, মোঃ অহিদুজ্জামান শেখ, সরোয়ার হোসেন শেখ, আবুয়াল হোসেন শেখ, মোঃ মনিরুজ্জামান শেখ এবং মোঃ বেদার উদ্দিন শেখ।
হয়রানির শিকার বড় ভাই শেখ সাইদুর রহমান (৬২) বলেন, আমার ছোট ভাই মিজানুর রহমান শেখ ও পুলিশ সদস্য বোন জামাই মোঃ নুরুল ইসলামের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আমাদের বাড়ির জমি, ঘর-বাড়ি ও মৎস্য ঘের দখলের পায়তারা করে আসছেন। এর অংশ হিসেবে ছোট ভাই মিজানুর রহমান আমাদের উপর হামলা, মৎস্য ঘেরে বিষ প্রদান ও স্থানীয় শহীদ মার্কেটে থাকা আমাদের দোকান ঘরও লুটপাট করেছেন।
অন্য ভাই মোঃ বেদার উদ্দিন শেখ বলেন, পুলিশ সদস্য বোন জামাই মোঃ নুরুল ইসলামের সাথে মোরেলগঞ্জ থানার এসআই মোঃ আবদুল কাদেরের সাথে যোগসাযোগে বিভিন্ন মিথ্যা মামলা ও বাড়িতে এসে হুমকী-ধামকী দিয়ে আসছে। গত দুই রমজান ( ৮ মে) দুপুরে এসআই মোঃ আবদুল কাদের আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। সারাদিন থানায় বসিয়ে রেখে রাত ১২টার সময় ১০ হাজার টাকা ঘুষের বিনিময়ে আমাকে ছেড়ে দেয়। বিষয়টি ৯ সেপ্টম্বর বিষয়টি সম্পর্কে বাগেরহাট পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছি। এরপরও আমার ছোট ভাই, বোন জামাই ও এসআই মোঃ আবদুল কাদেরের হয়রানি মূলক কার্যক্রম থেমে নেই।
অন্যান্য ভাইরা বলেন, পিতা জীবিত থাকতে আমরা ভাই বোনেরা কিভাবে পৈত্রিক সম্পতি ভোগ করবেন তার নির্দেশনা প্রদান করে গেছেন। আমরা সেই অনুযায়ী জমি-জমা ভোগ দখল করছি। কিন্তুআমাদের বোন জামাই মোঃ নুরুল ইসলামের সহযোগিতায় ছোট ভাই মোঃ মিজানুর রহমান আমাদের জমি-জমা দখল করার জন্য আমাদেরকে মেরে ফেলার হুমকী, হয়রানি মূলক মামলা ও বিভিন্ন সময় আমাদের উপর হামলা করে আসছে। এসআই মোঃ আবদুল কাদের আমার ছোট ভাই মিজানের করা একটি মিথ্যা মারামারি মামলায় ৩০ সেপ্টেম্বর আমাদের এক ভাই মোঃ আবুয়াল শেখকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। ২০ সেপ্টেম্বর থানার গোল ঘরে গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিস-বৈঠক হয়। সেখানেও এসআই আবদুল কাদের অন্যায়ভাবে আমার ছোট ভাইয়ের পক্ষে কথা বলেন। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুস্ঠ তদন্ত পূর্বক এসব মামলা ও হয়রানি থেকে পরিত্রাণ চাই। এ ঘটনায় অভিযুক্ত মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পক্ষপাতের অভিযুক্ত এসআই মোঃ আবদুল কাদের বলেন, বেদারের সাথে তার ভাইয়ের জমি-জমা নিয়ে মামলা মোকাদ্দমা রয়েছে। তাই তাকে আটক করা হয়েছিল। কিন্তু তার সাথে কোন টাকা পয়সার লেনদেন আমি করি নাই। তার ভাইয়ের মামলা থেকে বাঁচতে তিনি এসব মিথ্যা অভিযোগ দিচ্ছেন।