আমতলীতে মঙ্গলবার সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম বাংলা উন্নয়ন কমিটির উদ্যোগে বেসরকারী সংস্থা এসএসডিপির সহযোগিতায় তামাক জাত পন্যর বিজ্ঞাপন ও প্রচার বন্দে প্রশাসন সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মোবাইল কোর্ট পরিচালনা বিষয়ক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান, সভায় শুভেচ্ছা ব্ক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান। আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা: শংকর প্রসাধ অধিকারী ,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সমাজ উন্নয়ন কমিটির সভাপতি এ্যাড: আবদুল কাদের মিয়া, এনএসএস নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, সাংবাদিক জাকির হোসেন, এসএসডিপির নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি দেওয়ান মস্তফা কবির, সম্পাদক মো. আবু সাইদ খোকনসহ সরকারী বে-সরকারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।সভায় সুবিদা জনক অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা ও উপজেলার স্কুল কলেজের সামনে থেকে তামাক জাত পন্যর বিক্রি প্রচারনা বন্দ করার সিন্দান্ত গৃহিত হয়।