দিনাজপুরের চরকায় রেঞ্জের নবাবগঞ্জ বিটের বন বিভাগের সদ্য রোপনকৃত বিভিন্ন প্রজাতির ৬ হাজার গাছের চারার মধ্যে ২ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
চারা উপড়ে ফেলার বিষয়টি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবদুর রহমান, স্থানীয় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানকে জানানো হয়েছে বলে রেঞ্জার নিশিকান্ত মালাকার জানান।
গত সোমবার দিবাগত গভীর রাতে নবাবগঞ্জ বিটের খটখটিয়া মৌজায় চারাগুলো উপরে ফেলা হয় বলে নিশ্চিত করেছেন চরকায় রেঞ্জের রেঞ্জ কর্তকর্তা নিশিকান্ত মালাকার।
রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার জানান, নবাবগঞ্জ খটখটিয়া মৌজার বন বিভাগের বেশ কিছু জমি দীর্ঘদিন ধরে বেদখল হয়েছিল। ইতোমধ্যে ওই জমিগুলো উদ্ধার করে সেখানে ৬ একর জমিতে আকাশমণি, জাম, বহেড়া, লটকন, আমলকি, জারুল, সোনালুসহ বিভিন্ন প্রজাতির ৬ হাজার গাছের চারা রোপণ করা হয়। কিন্তু গত সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা বিভিন্ন প্রজাতির ২ হাজার গাছের চারা উপড়ে ফেলে।
তবে তিনি জানান, মঙ্গলবার ওই জমিগুলোতে আবারো বিভিন্ন প্রজাতির ২ হাজার চারা রোপণ করা হয়েছে।