জাতীয় দল থেকে অবসর নিলেও বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগ খেলা ছাড়েননি এবি ডি ভিলিয়ার্স। প্রথমবারের মতো এবার নাম লেখালেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। ২০১৯-২০ মৌসুমে তিনি খেলবেন ব্রিসবেন হিটের হয়ে। বিগ ব্যাশ লিগে খেলতে পেরে ভীষণ আনন্দিত দক্ষিণ আফ্রিকান সাবেক এই অধিনায়ক। টুইটারে সেই উছ্বাসের কথা তিনি জানিয়েছেন এভাবে, ‘বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে চুক্তি করতে পেরে ভীষণ আনন্দিত। দলটা অসাধারণ, এমনকি শহরটাও। এবি ডি ভিলিয়ার্সের মতো আক্রমণাত্মক ক্রিকেটই মন্ত্র ব্রিসবেনের। তাই দলটাক তার মনমতো হয়েছে বলেই জানালেন তিনি, ‘ওরা এমন ধারার ক্রিকেট খেলে যেখানে আমি থাকতে চাই। ওরা এক কথায় আগ্রাসী খেলে। ওরা সব সময় আক্রমণে যেতে চায়। ব্রিসবেনের কোচ ড্যারেন লেম্যানও ভীষণ উচ্ছ্বসিত ডি ভিলিয়ার্সকে পেয়ে। তিনি বলেছেন, ‘বিশ্বমানের প্লেয়ার কিন্তু প্রতি দিন আসে না। ওর মতো প্লেয়ারকে পাওয়া শুধু ব্রিসবেনের জন্য ভালো নয়, বিগ ব্যাশের জন্য দারুণ কিছু। সম্প্রতি কাউন্টিতে অসাধারণ ফর্ম ছিল তার। ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টিতে তিনি খেলেছেন মিডলসেক্সের হয়ে। ৮ ইনিংসে হাঁকিয়েছেন ৪টি হাফসেঞ্চুরি। এ বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। করেছেন ১ হাজার ২৫৫ রান।