নারায়নগঞ্জ থেকে খোয়া যাওয়া বসুন্ধুরা কোম্পানি সোয়াবিন তেল জামালপুরের ইসলামপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইসলামপুর বাজারের মের্সাস শাওন স্টোরের মালিক আজিম সরকারকে আটক করে।
গত ১ অক্টোবর মঙ্গলবার বিকালে ৪৯৫ কার্টুন তৈল উদ্ধার করে পুলিশ। এর আগে খোয়া যাওয়া তেল নিয়ে নারায়নগঞ্জের বন্দর থানায় একটি মামলা করে শুকতারা কনস্ট্রাশনের স্বত্বাধীকারী মঞ্জুরুল ইসলাম। বন্দর থানার মামলা নং ৬৪, তারিখ-২৫/৯/২০১৯।
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহামুদুল হক মোড়ল জানান, ওসি স্যারের নির্দ্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর কাঁচা বাজারের অভিযান চালিয়ে মের্সাস শাওন স্টোরের গোদাম থেকে ৪৯৫টি কার্টুন ভর্তি তেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মের্সাস শাওন স্টোরের মালিক আজিম সরকারকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, তেল চুরির মামলা নারায়নগঞ্জ থানায় হয়েছে। সেখানে খবর পাঠানো হয়েছে। সেখান থেকে মামলার তদন্তকারি কর্মকর্তা আসতেছেন বলে জানান।