দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ গত এক মাসে ৭৪জন ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। ২১৬ জন ওয়ারেন্টের আসামি পলাতক রয়েছে। ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম জানান, আদালত ২৯০ জন আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। গত ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থানা পুলিশ ৭৪ জনের ওয়ারেন্টের আসামীর মধ্যে ৩৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ৪০ জন আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। এর মধ্যে অবশিষ্ট ২১৬ জন ওয়ারেন্টের আসামি পলাতক রয়েছে। এসব আসামিরা ঢাকা সহ বিভিন্ন এলাকায় গাঢাকা দিয়েছে। পলাতকদের মধ্যে কেউ কেউ ভূল নাম ও ঠিকানা দেওয়ায় তাদের সনাক্ত করা যায়নি। পলাতকদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।