দিনাজপুরের ঘোড়াঘাটে এক অজ্ঞাত বেওয়ারিশ মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার রাতে ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীর বিচনের ঘাট চর থেকে আটকে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় স্থাানীয় লোক জন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রামনগর মৌজার বিচনের ঘাট এলাকায় করতোয়া নদীর চরে একটি অজ্ঞাত মহিলার লাশ আটকে থাকা অবস্থায় দেখতে পেয়ে প্রথমে স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমানকে সংবাদ দিলে তিনি থানায় বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক লাশটি উদ্ধার করি। সোমবার লাশটির ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়। লাশটির কোন ওয়ারিশ না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে লাশটি দিনাজপুর আঞ্জুমানে মফিদুল নামের একটি বেসরকারি সংস্থার নিকট হস্তান্তর করা হয়েছে। তবে নবাবগঞ্জ উপজেলার কুচদহ ইউপি চেয়ারম্যান বলছেন, জনৈক মহিলা ৩-৪ দিন পুর্বে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে বাড়ীতে ফিরে আসেননি। অজ্ঞাত লাশটি ওই হারিয়ে যাওয়া মহিলার হতে পারে এমন ধারনা করছেন।