“দ্যা জার্নি টু এইজ ইকুয়েলিটি” (বয়সের সমতার পথে যাত্রা) এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পূর্বধলা সায়াহ্ন পরিষদের সভাপতি ভাষা সৈনিক ইউনুস আলী, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক, সাবেক অধ্যাপক মোঃ শামছুদ্দিন আহমেদ, সাবেক প্রধান শিক্ষক আঃ কুদ্দুস, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মহসিন, মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য, আনসার ভিডিবি কর্মকর্তা হাজেরা খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল আলম।