নেত্রকোনার দুর্গাপুর পৌরসদরের তেরীবাজারস্থ শহর রক্ষাবাঁধ ঘেঁষে অবৈধভাবে নির্মিত স্থাপনাটি গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন। সোমবার দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, ২নং বালু মহালের ইজারাদার লেবার সর্দার আলাল এর নিজস্ব অর্থায়নে তেরী বাজারের শহর রক্ষাবাঁধ এর উপরে একটি টিনশেড ঘর স্থাপন শুরু করে। পরে স্থানীয়রা শহর রক্ষাবাঁেধর উপর ঘর নির্মাণের বিষয়টিতে বাঁধা প্রদান করে। এক পর্যায়ে এ বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। পরে জেলা প্রশাসক নির্দেশে ভূমি অফিস কর্তৃপক্ষ সোমেশ^রী নদীর ব্লকের উপরে ঘর নির্মাণের বিষয়টি সরেজমিনে পরিদর্শণ করেন সকল ধরণের নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ইউএনও ফারজানা খানম। ঐ বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চুপিসারে সর্দার আলাল উদ্দিন আবারো ঘরটি পুনঃনির্মাণ করেণ। এদিকে উপজেলা প্রশাসন ঘরটি’র স্থাপনা উচ্ছেদ করতে বেশ কয়েক বার মৌখিক ও নোটিশের মাধ্যমে অবগত করেণ তাকে। কোন নোটিশকেই তিনি কর্নপাত করেণনি।
৩০ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘরটি স্থাপনা উচ্ছেদে পুনরায় আলালকে বললে তিনি কোন উত্তর না দিয়ে স্থান ত্যাগ করেণ। পরে দুপুর ২টার দিকে সহকারী কমিশনার(ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মিঃ রুয়েল সাংমার নেতৃত্বে ঐ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পুরো ১ঘন্টা অভিযান চালিয়ে অবৈধ স্থাপনার অর্ধপাকা টিনশেড ঘরটির নিচের অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। এ অভিযান পরিচালনা করায় স্বস্থির নিঃস্বাশ ফেলছেন স্থানীয়রা। নির্বাহী ম্যােিস্টট মি.রুয়েল সাংমা বলেন এ অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়েছে। সকল ধরণের অবৈধ স্থাপনার দখল উচ্ছেদ,সরকারী খাস ভূমি আত্মসাৎ সহ সকল অনিয়মের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।