হঠাৎ করেই ভারত পেঁয়াজ রপ্তানি সাময়িক বন্ধ করে দেয়ায়, দেশের বাজারে বিদ্যুৎ গতিতে বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম।যার প্রভাব পড়েছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সহ পৌর এলাকার সব কয়টি হাট বাজারে।বাজার গুলোতে ঘন্টায় ঘন্টায় বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে।হটাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো।দুইদিন আগেও যে পেঁয়াজ কিনেছে ৭০ টাকা কেজি দরে। বর্তমানে তা কিনতে হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।ভুক্তভোগীরা জানান, গত সোমবার পেঁয়াজের দাম ছিল ৭০ টাকা কেজি। ৩ ঘন্টার ব্যবধানে সন্ধায় তা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। মঙ্গলবার সকালে আবার পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ১২০ টাকা কেজি।পেঁয়াজ ক্রেতা রিক্সা চালক ধলা মিয়া বলেন, তিনদিন থেকে লাগাতার বৃষ্টিতে গাড়ি নিয়ে বাহিরে বের হইনি। এক টাকাও ইনকাম হয়নি। আজ সকালে বাজারে এসে শুনি পেঁয়াজ ১২০ টাকা কেজি। আমাদের পক্ষে এত বেশি দামে পেঁয়াজ কিনে খাওয়া সম্ভব না।আরেক ক্রেতা আঃ খালেক বলেন, যত সুযোগ সুবিধা সব শহরের মানুষের জন্য। আমাদের দিন ইনকাম ২০০-৩০০ টাকা। তার ভিতর যদি ১২০ টাকা দিয়ে পেঁয়াজ কিনতে হয়,তাহলে সংসার চলবে কিভাবে! ঢাকা শহরে সরকার ৩৫টি টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে। কিন্তু গ্রামের মানুষের দিকে সরকারের কোন নজর নেই।পৌর আজাদমোড় কাঁচা বাজারের খুচরা বিক্রেতা ওয়াহেদ মিয়া জানান, পাইকারী মহাজনরা ঘন্টায় ঘন্টায় পেঁয়াজের দাম বাড়াচ্ছে। তাই খুচরা বাজারেও দাম বাড়ছে।আড়ৎদারদের গুদামে পর্যাপ্ত পরিমান পেঁয়াজের মজুদ আছে। কিন্তু ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ করার খবর শুনে তারা খুচরা বিক্রেতা ও ক্রেতাদের কাছ থেকে ফায়দা লুটছে।