ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমানের ছেলের গুলিবিদ্ধ লাশ তাঁর শোয়ার ঘর থেকে উদ্ধার করা হয়েছে এবং হত্যার কাহিনি উদ্ধার হয়েছে। পুলিশ ও পরিবার বলছে, বাবার লাইসেন্স করা ব্যক্তিগত পিস্তল দিয়ে ছেলে সাদিক বিন সাজ্জাদ (১৮) আত্মহত্যা করেছেন। লাশের পাশে আত্মহত্যার কথা উল্লেখ করা চিরকুট পাওয়া গেছে।
সোমবার সকালে রাজধানীর আজিমপুর সরকারি কলোনির বাসা থেকে সাদিকের লাশ উদ্ধার করা হয়। সাদিক সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সে নানান মানসিক সংকটে ভুগছিলেন বলে জানানো হয় পরিবার ও পুলিশের পক্ষ থেকে।
সোমবার সকালে সাদিকের গৃহ শিক্ষক তাঁকে প্রতিদিনের ন্যায় বাসায় পড়াতে এলে তাঁর শোবার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। বন্ধ দরজায় ধাক্কাধাক্কি করলেও না খোলায তা ভেঙে শোবার ঘরে ঢুকে সাদিকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। তাঁর দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সাদিক ছিলেন বড়। সাদিক যমজ ছিলেন। জন্মের পরপরই সাদিকের যমজ ভাই মারা যায়। আজিমপুর সরকারি কলোনিতে গিয়ে দেখা যায়, চারতলা ভবনের চতুর্থ তলায় বাম পাশের ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন সাজ্জাদুর রহমান। চার কক্ষের ফ্ল্যাটটিতে প্রবেশের পথে বসার কক্ষ ও করিডর সংলগ্ন কক্ষটি নিহত সাদিকের শোয়ার কক্ষ। ওই কক্ষেই তাঁর গুলিবিদ্ধ লাশ পড়েছিল।
নিউমার্কেট জোনের সহকারী কমিশনার সাইফুর রহমান বলেন, সাদিক বিষন্নতায় ভুগছিলেন বেশ কিছুদিন। রোববার সাদিকের দুই ভাই-বোন বাবার সঙ্গে বেড়াতে যায়। ওই সময় সাদিক বাসায় থেকে গিয়েছিল। ধারণা করা যায়, ফাঁকা বাড়িতে কোনো একসময় বাবার ব্যক্তিগত পিস্তল সরিয়ে নিজের কক্ষে রেখেছিলেন সাদিক।পুলিশ জানায়,সাদিক বেশ ভদ্র ছেলে ছিলেন। তিনি মোটা হওয়া নিয়ে প্রায় দুঃখ করতেন। এসএসসি পরীক্ষায় এ প্লাস পাননি, সামনে উচ্চমাধ্যমিকপরীক্ষার ফল ভালো করা নিয়ে তাঁর সন্দেহ ছিল। এসব নিয়েবিষন্নতায় ভুগতেন। নিহত সাদিক বিন সাজ্জাতের লাশ মঙ্গলবার রাত ১ টায় তার গ্রামের বাড়ি কঅলগিঞ্জ কাকলাশ গ্রামে আসে। এরপর নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এবং রাত ৩ টার দিকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
পুলিশ জানিয়েছে, লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে আত্মহত্যার কারণ হিসেবে মানসিক কষ্টে ভোগার কথা লেখা আছে। তাতে করে মনে হয় এ কারণে সে আত্মহত্যা করেছে।
সোমবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনে জানাজা শেষে সাদিকের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতেই তার লাশ ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় রাকড়া গ্রামের বাড়িতে আনা হয়। খবর পেয়ে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার, ভাইচ চেয়ারম্যান শিবলি নোমানি, এলাকার গন্যমান্য ব্যাক্তিরা চুটে আসেন।