ঝিনাইদহ জজ কোটের সিনিয়র আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ইসমাইল হোসেন পুনরায় জজ কোটের পিপি হলেন এবং এ্যাড.বজলুর রহমান জজ কোটের বিশেষ পিপি পদে নিয়োগ পেলেন,এবং জজকোটের সিনিয়র আইনজীবী ও জনপ্রতিনিধি রাজনীতিবিদ অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ জজকোটের জিপি হলেন।এ্যাড.ইসমাইল হোসেন ১৯৮৩ সালে ঝিনাইদহ জজকোর্টে আইন পেশায় যোগ দেন, এ্যাড.বজলুর রহমান ১৯৯২সালে আইন পেশায় যোগ দান করেন।এবং ২০০২ সালেঝিনাইদহ জজকোর্টে আইন পেশায় যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন একজন সৎ, বিনয়ী ও ভদ্র এবং স্বজ্জন আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত যিনি, তিনি হলেন বর্তমানে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ।
প্রয়াত এ্যাড. আমিনুল ইসলাম ও মরহুম এ্যাড. তোফাজ্জেল হোসেন ঝিনাইদহ জজ কোটের খ্যাতনামা আইনজীবিগণের জুনিয়র হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন এই তিন আইনজীবী এ্যাড.ইসমাইল হোসেন, এ্যাড.বজলুর রহমান ও অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ। ইসমাইল হোসেন,বজলুর রহমান ও বিকাশ কুমার ঘোষকে ঝিনাইদহ জজকোটের পিপি-বিশেষপিপি ও জিপি পদে নিয়োগ দান করায় ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির এবং জেলাবাসির পক্ষ থেকে নিয়োগ দানকারী সংশ্লিষ্ট সম্মানিত কতৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন সহ অভিনন্দন জানিয়েছেন।