বীরগঞ্জ উপজেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ থানা সার্কেল আব্দুল ওয়ারেস এর সু-পরামর্শে ও বীরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ সাকিলা পারভিন এর নেতৃত্বে এসআই এরশাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ৩০ সেপ্টেম্বর সোমবার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বৈরববাড়ী গ্রামে মোঃ ছাবেদ আলীর বাড়ী থেকে গরু চোর নীলফামারী জেলার সৈয়দপুর খোর্দ্দবোতলাগাড়ী (দালালি পাড়া) গ্রামের মোঃ মতুলুব এর ছেলে মোঃ সেলিম( ৩৫) গ্রেফতার করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। ঘটনা সূত্রে জানা গেছে, বাড়ীর মালিক গরুর খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়লে রাত ৩টার দিকে অজ্ঞাতনামা ৫/৬ জন চোর গোয়ালঘরে ঢুকে গরু চুরি করে পালিয়ে যাওয়া সময় স্থানীয় লোকজন একটি গরু সহ গরু চোর মোঃ সেলিমকে আটক করে বীরগঞ্জ থানায় সংবাদ দিলে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এ ব্যাপারে বীরগঞ্জ থানা একটি চুরির মামলা দায়ের করা হয়েছে যাহার মামলা নং ২৭ তারিখ ৩০/৯/২০১৯ ধারা ৪৪৭.৩৮০ ও ৪১১। মামলার পলাতক আসামি গ্রেফতারের তৎপরতা চলিয়ে যাচ্ছে বীরগঞ্জ থানা পুলিশ।