বরিশালের উজিরপুরে কথিত সাংবাদিকতার দাপটে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে উপজেলার পূর্ব মুন্ডপাশা গ্রামের মৃত বাবুল বেপারীর পুত্র শাকিল মাহামুদ বাচ্চু বেপারী ওরফে ভাঙ্গারী বাচ্চু। এলাকার সাধারণ মানুষ এতোদিন বাচ্চুর ভয়ে মুখ খুলতে সাহস না পেলেও বর্তমানে বাচ্চুর বেপরোয়া কর্মকা-ে ক্রমেই ক্ষুদ্ধ হয়ে উঠছে।
শিকারপুর বন্দরের ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক শফিকুল আলম করিম খান জানান, কয়েক বছর আগে শিকারপুর বন্দরের পুলিশ ফাঁড়ির মধ্যে ঢুকে পুলিশ সদস্যদের মারধর করে তাদের সাথে থাকা অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টায় মামলাসহ একাধিক মামলা রয়েছে বাচ্চু বেপারীর বিরুদ্ধে। এরপরও বাচ্চু বেপারীর অপরাধের প্রবণতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অতি সম্প্রতি শিকারবন্দরে শাকিল মাহামুদ আউয়াল খাঁন শিকারপুর বন্দরে একটি ফার্মেসীর কাজ শুরু করলে মোটা অংকের চাঁদা দাবী করে বাচ্চু। একপর্যায়ে বাচ্চুকে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে শিকারপুর বন্দরের মধ্যে ব্যবসায়ী আউয়াল খাঁনকে পিটিয়ে মারাত্মক জখম করে বাচ্চু ও তার মাদক ব্যবসায়ী দুইভাইসহ অন্যান্য সন্ত্রাসীরা। এ ঘটনায় সন্ত্রাসী বাচ্চুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে এখনো ধরা ছোঁয়ার বাইরে কথিত সাংবাদিক বাচ্চুসহ হামলায় অংশগ্রহনকারীরা। মাধ্যমিকের গন্ডি না পেরিয়ে বাচ্চু বেপারীর মত লোক কিভাবে সাংবাদিক হলো তা খতিয়ে দেখার জন্য উপজেলার পেশাদার সাংবাদিকদের প্রতিও তিনি আহবান জানান।