শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাত্র পাঁচদিনের জন্য বরিশাল নগরীতে তিন ধরনের পন্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার সকালে বরিশাল টিসিবি’র প্রধান মোঃ আনিছুর রহমান জানান, দুগা পূজা উপলক্ষে সরকার পাঁচদিনের জন্য মাঠপর্যায়ে এ কার্যক্রম শুরু করেছে। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধণ করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। তার উদ্বোধণের পর এ কার্যক্রমের আওতায় নগরীর চারটি পয়েন্টে চারজন ডিলার ট্রাকে পন্য বিক্রি শুরু করেছেন। তিনি আরও জানান, পাঁচদিনে একেকজন ডিলার সর্বোচ্চ পাঁচশ’ কেজি চিনি, চারশ’ কেজি ডাল ও চারশ’ লিটার করে সয়াবিন তেল উত্তোলন করে বিক্রি করতে পারবেন। প্রতি কেজি চিনি সর্বোচ্চ ৫০ টাকা, ডাল ৫০ টাকা এবং বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ৮৫ টাকা দামে ডিলাররা ক্রেতাদের কাছে বিক্রি করছেন।