জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়িরচর এলাকায় যমুনা নদীর ভাঙ্গনে খোলাবাড়ি-২সরকারী প্রাথমিক বিদ্যালয়,খোলাবাড়িরচর উচ্চ বিদ্যালয়,মাদ্রসা,বাজারের ব্যবসা প্রতিষ্ঠান,একটি আশ্রয়ণ প্রকল্পসহ চলতি বৎসর ৩টি গ্রামের প্রায় হাজারও ঘর-বাড়ি, এবং শত শত একর ফসলী জমি,গাছপালা নদী গর্ভে বিলীন হয়েছে।ভাঙ্গনের হুমকির মুখে পড়েছে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত খোলাবাড়িরচর বাহাদুরাবাদ ঘাট নৌ থানা। নিশ্চিত করেছেন বাহাদুরাবাদ ঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান।
নদী ভাঙ্গনে গৃহহারা অসহায় মানুষ গুলো বিভিন্ন সড়কের পশের্^ আশ্রয় নিয়েছে। এদিকে খোলাবাড়িরচর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮শতাধীক শিক্ষার্থীদের পাঠদান অনিশ্চিত হয়ে বিপাকে পড়েছেন শিক্ষকরা। স্থানীয়রা বলছেন, ভাঙ্গনে রোধে স্থায়ী কোন উদ্যোগ না নেয়ায় হতাশায় রয়েছেন ভুক্তভোগি এলাকাবাসি।
জানাযায় চলতি বৎসর ভয়াবহ বন্যার শুরুতেই উপজেলার খোলাবাড়িরচর,বরখাল, চরমাগুরিয়া ও নয়াপাড়া গ্রামে যমুনা নদীর ভাঙ্গন দেখা দেয়। গত ৩ মাসের নদীর ভাঙ্গনে ওইসব এলাকার একটি আশ্রয়ণ প্রকল্প,৩টি গ্রামের হাজারো ঘর-বাড়ি, খোলাবাড়ির চর উচ্চ বিদ্যালয়, খোলাবাড়ি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোলাবাড়িরচর মাদ্রাসাসহ খোলাবাড়ি বাজারের প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, পাকা রাস্তাসহ শতশত একর ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। অপর দিকে খোলাবাড়ির চর উচ্চবিদ্যালয়ের ৪৪৪জন, খোলাবাড়ি-২সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪৩জন, খোলাবাড়িরচর মাদ্রাসার প্রায় ২শতাধীক শিক্ষার্থীসহ মোট প্রায় ৮শতাধীক শিক্ষার্থী তাাদের শিক্ষা প্রতিষ্ঠান হারিয়ে পাঠদান অনিশ্চিত হয়ে পড়েছে। ওইসব শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানের শিক্ষকগন।
]]
এ বিষয়ে খোলাবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম সিরাজী বলেন, সামনে এসএসসি, জেএসসি পরীক্ষা রয়েছে তাই বাজারের একটি শেড ঘরে একাধিক শ্রেনীর শিক্ষার্থীদের একত্রে কোন মতে পাঠদানের কাজ চালিয়ে যাচ্ছি। শিক্ষার পরিবেশ না থাকলেও বিকল্প কোন উপায় নেই,কাজেই এ সমস্যা উত্তরনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবিনয় এর সমাধান চাচ্ছি।
খোলাবাড়ি-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম কাওসার বলেন,এ বৎসর জুলাই মাসের ১৭ তারিখে আমার স্কুল ভেঙ্গে গেছে। বিদ্যালয় নদী গর্ভে বিলীন হওয়ায় বিকল্প কোন জায়গা না পেয়ে বাজারের কোণে একটি ঘরে গাদাগাদি করে কোন মতে পাঠদানের কাজ করছি। সামনের সমাপনী পরীক্ষায় আমাদের বাচ্চাদের যে ভাবে শিক্ষা দেওয়ার কথা, সে ভাবে তাদের পাঠদান মোটেও সম্ভব হচ্ছে না। কারণ শিক্ষার পরিবেশ না থাকায় শিক্ষার্থীদের পড়াশুনার মারাতœক ভাবে ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন।
এ বিষয়ে খোলাবাড়িরচর উচ্চবিদ্যালয়ের অষ্ট্রম শ্রেনীর শিক্ষার্থী আন্জুমান আরা,রহিমা,সায়মা,দশম শ্রেনীর শিক্ষার্থী আমেনা,আসমা,সুমন নজরুল জানায় বাজারের মধ্যে খোলা মেলা জায়গায় ক্লাস করছি। এরকম বাজারের মধ্যে ক্লাস করা আমাদের অনেক কষ্ট হয়। তা’ছাড়া সপ্তাহে দুই দিন হাট বসে তাই হাটের দুই দিন পড়া লেখা বন্ধ থাকে। আমাদের আগের মতো সরকার যদি স্কুলের ব্যবস্থা করে দিত তা’হলে আমরা ভালোভাবে লেখাপড়া করতে পারতাম বলে জানান। অপর দিকে যমুনা নদী ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত খোলাবাড়িরচর বাহাদুরাবাদ নৌ থানা। বর্তমানে ওই থানার কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন বাহাদুরাবাদ ঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান। এলাকাবাসিরা জানায় এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে অচিরেই বাহাদুরাবাদ ঘাট নৌ থানার নদী গর্ভে বিলিন হবে।
নদী ভাঙ্গন বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান বর্তমানে সাময়িক ভাবে বালি ভর্তি জিও ব্যগ ড্রাম্পিং করে ভাঙ্গন ঠেকানের চেষ্টা করছি। ভবিষৎ স্থায়ী সমাধানের জন্য কারিগড়ি কমিটি গঠনের প্রক্রিয়াধীন রয়েছে পরবর্তি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠনো হবে বলে জানান।
এ ব্যাপারে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, যমুনার ভাঙ্গন রোধে জিও ব্যগ ড্রাম্পিং করা হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য বাহাদুরাবাদ থেকে শুরু করে সরিষাবাড়ি পর্যন্ত একটি বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বাঁধ নির্মাণের কাজটি দ্রুত বাস্তবায়িত হলে স্থায়ী সমাধান হবে বলে উল্লেখ করেছেন।