বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের রমনীরহাটে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। এ সময় ৩ জন গুলিবিদ্ধ হয়। আহতদের নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরই প্রতিবাদে সোমবার বিকালে রমনি বাজারে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, চৌমুহনী পৌর মেয়র আকতার হোসেন ফয়সল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, চেয়ারম্যান আরিফুর রহমান, রফিকুল ইসলাম মিলন, নুর হোসেন সেলিম, জাহাঙ্গীর আলম হিরন, সালাউদ্দিন, মোস্তাফিজুর রহমানসহ ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মাদক কারবারী যেই দলের হোক তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আনিসের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।