নোয়াখালীতে গুদাম ভর্তি পেঁয়াজ ও বাজারে প্রচুর সরবরাহ থাকা সত্ত্বেও প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি করার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে নোয়াখালীর বাণিজ্য কেন্দ্র চৌমুহনী ও মাইজদী পৌর বাজারের ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাস কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, জেলা প্রশাসকের নির্দেশে সোমবার রাতে চৌমুহনী ও মাইজদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চলাকালে দেখা যায় বাজারে প্রচুর পেঁয়াজ সরবরাহ থাকা সত্ত্বেও প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা ধরে বিক্রি করায় দুৃটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত দাম নেয়ার কারণে চৌমুহনীর আরতদার বশির উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার ও মাইজদী পৌরবাজারে আহমেদ স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানে সহযোগীতা করেন র্যাব-১১। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।