মুন্সীগঞ্জের সিরাজদিখানে র্যাবের অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম বদরুল আলম ওরফে রবিন চোকদার। সে সিরাজদিখান উপজেলার উত্তর আবির পাড়া ( চোকদার বাড়ী) গ্রামের মৃত শামসুল আলম চোকদারের ছেলে। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ৫,৮৫০/-টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সোমবার মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন নিউ মার্কেট বাজারাস্থ শামসুল আলম চোকদার এর স-মিল এর পিছনে দুইচালা টিনের ঘরের সামনে ফাঁকা জায়গার উপর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক (ইয়াবা) বিক্রির উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এরূপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল আনুমানিক রাত ০৮.৩০ ঘটিকার সময় উল্লিখিত ঘটনা স্থলে অভিযান পরিচালনা করলে এই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, বর্ণিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।