মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় ১ অক্টোবর মঙ্গলবার আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে নিবাহী কর্মকর্তা মোসাম্মৎ রহিমা আক্তার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজা পারভীন চেীধুরী।
এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমজাত হোসেন সহ প্রমুখ।