নীলফামারীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার জেলা জজ আদালত সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেরআয়োজনে এ সভা অনুষ্ঠিতহয়। সভায় সভাপতিত্ব করেন চীফজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল হক। বক্তব্য দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, সহদেব চন্দ্র রায়, শাহীন কবির, মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন (সদরসার্কেল), জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অক্ষয় কুমার রায়, অ্যাড. জামিল আহমেদ, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সফি আহমেদ, জেলার সফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (সিআইডি) তাজ উদ্দিন খন্দকার, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা লিয়াকত আলী এবং সদর থানার কর্মকর্তা ইনচার্জ মমিনুল ইসলাম মমিনসহ ৬ থানার কর্মকর্তা ইনচার্জগণ। সভাপতির বক্তব্যে চীফজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল হক আইন বিষয়ক বিভিন্ন দিক-নির্দেশনাসহ স্বল্প সময় ও অল্প খরচে ন্যায়বিচারের আশ^াস প্রদান করেন।