ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন চর রাজিবপুর উপজেলায় সহযোগিতায়,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায় )প্রকল্পের উদ্যোগে উপজেলার ৩ ইউনিয়ন পরিষদে আদালত ও ফৌজদারী মামলায় বিচার কার্য নিষ্পত্তিতে ব্যাপক সাড়া জাগিয়েছে। বিদ্যমান আইনি সেবা দিয়ে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্য/সদস্যা ও গ্রাম্য মাতবরদের নিয়ে বঞ্চিত জনগোষ্ঠিদের সঠিক আইনি সেবা প্রদান করায় চর রাজিবপুর উপজেলার ৩ ইউনিয়নে এ বছর প্রায় ৬শত বিচার কাজ নিষ্পত্তি হয়েছে। ক্ষতিপূরণ আদায় হয়েছে ৩৫ লক্ষ ২০ হাজার ৩০০টাকা। জমি উদ্ধার হয়েছে ১৩.৩২একর। রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল,কোদাল কাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু, মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, জানান,গ্রাম আদালতের উপজেলা সম্বনয়কারী শারমিন নাহার এর সহযোগীতা নিয়ে সঠিক ভাবে এজলাসের মাধ্যমে বিচার কার্য সম্পাদন ও নিষ্পত্তি করা হচ্ছে। সংস্থাটি জানান, রাজিবপুরের গ্রাম আদালতে গত কয়েক মাসে ১৯৬টি মামলা হয়। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৮৩টি। ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে ১৫ লক্ষ ৪৩ হাজার ৬শত টাকা। আর জমি উদ্ধার করে দেওয়া হয়েছে ১.৭৪একর। কোদালকাটি গ্রাম আদালতে মামলা হয়েছিল ২০৭টি। নিস্পত্তি হয়েছে ১৯৪টি। ক্ষতিপূরণ আদায় হয়েছে ৯লক্ষ ৭৯ হাজার ২শত টাকা।জমি উদ্ধার হয়েছে ১.৩০ একর। মোহনগঞ্জ গ্রাম আদালতে মামলা হয়েছিল ২০০টি। নিষ্পত্তি হয়েছে ১৯৪টি। ক্ষতিপূরণ আদায় হয়েছে ৯ লক্ষ ৯৭ হাজার ৫শত। জমি উদ্ধার হয়েছে ১০.২৮ একর। আদালতি ও ফৌজদারি অধিকাংশ বিচার গুলো সহজেই থানা বা কোর্টে যাচ্ছে না বলে গ্রাম আদালত বিচারকগণ জানিয়েছেন। বিচারকগণ আরও জানান,উচ্চ আদালত থেকে কোন বিচার, গ্রাম আদালতে আসলে তা গ্রহন করা হয়। উচ্চ আদালতের মামলা গুলোও নিষ্পত্তি করে প্রত্যায়ন /প্রতিবেদন পাঠানো হয়। ফলে দীর্ঘ দিনের অনেক বিচার সহজেই নিষ্পত্তি হচ্ছে। ফলে হয়রানী থেকে রক্ষা পাচ্ছেন সমাজের সর্ব স্তরের মানুষ।